কলকাতা: মুর্শিদাবাদে (Murshidabad) রেলপথে (Indian Railways) হঠাৎ ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় রবিবার সকাল থেকে ট্রেন চলাচলে বিপর্যয় দেখা দেয়। শিয়ালদহ–লালগোলা শাখায় (Sealdah-Lalgola Division) একাধিক ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়ে, ফলে হাজারো যাত্রী চরম সমস্যায় পড়েন।
রেল সূত্রে জানা গিয়েছে, ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় লোকোমোটিভগুলি এগোতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে রেল কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা নেয়।
খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ক্ষতিগ্রস্ত অংশে মেরামতির কাজ শুরু করেন। দ্রুতগতিতে তার বদলানোর কাজ চলছে বলে জানিয়েছে পূর্ব রেল। তবে কখন পরিষেবা স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
এই ঘটনায় সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয় এবং বহু ট্রেন ঘণ্টার পর ঘণ্টা বিলম্বিত হয়। যাত্রীরা স্টেশন এবং ট্রেনের ভেতরে আটকে থেকে ভোগান্তির শিকার হন। বিশেষত অফিসযাত্রী ও পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার জন্য অতিরিক্ত কর্মী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুত কাজ শেষ করে স্বাভাবিক পরিষেবা চালু করার আশ্বাস দিয়েছে পূর্ব রেল।
দেখুন আরও খবর: